English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

হামজাদের ম্যাচের আগে প্রস্তুত হবে জাতীয় স্টেডিয়াম, আশা উপদেষ্টার

- Advertisements -

নাসিম রুমি: সেই ২০২১ সালের আগস্টে শুরু হয়েছিল জাতীয় স্টেডিয়ামের নির্মাণকাজ। কিন্তু এখনো সে কাজ শেষ হয়নি। এদিকে আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সে ম্যাচের আগেই জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্ন হবে বলে আশা করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণমাধ্যমের সঙ্গে আলাপে উপদেষ্টা জানান, ‘কাজ অলমোস্ট শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরো একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

৫ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

সেখানে বাফুফে সাধারণ সম্পাদক জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ করা প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’

গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তবে সে ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে পারেননি বাংলাদেশের বেশিরভাগ ফুটবলপ্রেমী। তাই আগামী ১০ জুন ঘরের মাঠে প্রথমবার হামজার পায়ের জাদু দেখতে মুখিয়ে দেশের দর্শকরা। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হলে সর্বোচ্চ সংখ্যক দর্শক মাঠে বসে হামজার কারিকুরি দেখতে পারবেন। তাই জুনের আগেই মাঠের সংস্কারকাজ শেষ করতে চাপ বাড়ছে সংশ্লিষ্টদের ওপর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন