বুধবার দুপুরের পর হঠাৎ করেই মতিঝিলের বাফুফে ভবনে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
কেন এসেছিলেন জানতে বাফুফে ভবনে অপেক্ষা করছিলেন গণমাধ্যম কর্মীরা।
ভবন থেকে বের হয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি তো ফুটবলেরই মানুষ। এটা হোম অব ফুটবল। নিজের বাসার মতো। আসলাম, আবার যাবো। কিছু কাজ ছিল। বাফুফে সাফের কিছু প্রতিযোগিতায় স্বাগতিক হতে চায়। সে সব নিয়ে আলোচনা করলাম।’
পরের সাফ চ্যাম্পিয়নশিপ ও প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে করতে চায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।