এসএ গেমস ও কমনওয়েলথ শুটিংয়ে বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জেতা সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুর সোয়া ২টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাদিয়া সুলতানার বাবা গণমাধ্যমকে বলেন, আমার সাদিয়া আর নেই। দুপুর ২টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।
২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। ওই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসেও স্বর্ণ পদক জিতেছিলেন সাদিয়া। এর পর থেকে অবশ্য শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন তিনি।
বছর সাতেক আগে এক বড় দুর্ঘটনায় খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। ২০১৭ সালে নিজ বাসায় রান্না করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। আগুনে শরীরের অনেকটা অংশ দগ্ধ হওয়ায় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। সেবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও এবার মস্তিষ্কে রক্তক্ষরণ তাকে আর সুস্থ হতে দেয়নি।
বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর বলেন, রাত আটটা নাগাদ কৃতি শুটার সাদিয়ার জানাজা চট্টগ্রাম শহরের মোমিনবাগ অনির্বাণ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।