রিদম গ্রপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভিসতারাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দেশের শীর্ষ ট্রাভেল এজেন্টস গোল্ড এয়ার।
১০ ওভারের এ খেলায় ভিসতারা এয়ার ১১১ রানে অলআউট হয়ে যাবার পর ৮উইকেটে জিতে যায় গোল্ড এয়ার। এতে ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্ট হয়েছেন গোল্ড এয়ারের মাহতাব।
শনিবার রাজধানীর বনানীর শহীদ যায়ান চৌধুরি মাঠে অনুষ্টিত এ টুর্নামেন্টে অংশ নেয় রিদম গ্রæপের অঙ্গ প্রতিষ্টান- এয়ার ইন্ডিয়া, ভিসতারা, ইথিওপিয়া এয়ার, কম্বোডিয়ান এয়ারলাইন্স, ইয়েট এয়ার, মাস ট্রাভেলস এন্ড ট্যুর ও গ্রাফিকস সলিউশন।
ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ ব্রুুনাই দূতাবাসের হাইকমিশনার হাজি হারিস বিন উথম্যান, ডেপুটি হাইকমিশন রুজাইমি আব্দুল্লাহ, রিদম গ্রুপ চেয়ারম্যান আলী আমজাদ, ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, টাইটানের বাংলাদেশ প্রধান সঞ্জয় ভট্রাচার্য, ভিসতারার চিফ মার্কেটিং মরগ্যান ডেসুজা, এয়ার ইন্ডিয়ার গনেশ রাজারাম, ও রিদমের হেড অব বিজনেস মাসুদুজ্জামান।
সকাল থেকে স›ন্ধ্যাা পর্যন্ত অনুষ্টিত ফাইনাল ম্যাচটিতে সাধারণ দর্শনার্থী ছাড়াও বেশ কজন বিদেশী কূটনীতিক অতিথি উপস্থিত ছিলেন।