English

16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
- Advertisement -

ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার গরু-মাছ, আছে রাজহাঁস-মোরগও

- Advertisements -

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অভিনব পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে গরু। আর তারপরের বিজয়ীরা পাবেন মাছ, রাজহাঁস বা মোরগ।

খেলায় অংশগ্রহণকারীদের আকৃষ্ট করা ছাড়াও স্থানীয় পণ্য উৎপাদন উৎসাহিত করার চেষ্টাতেই এমন ভিন্ন ধর্মী পুরস্কার ঘোষণার এই পদক্ষেপ। আগামী ২৯ ডিসেম্বরে ‘নং’আন তাইপিংচি আইস অ্যান্ড স্নো’ হাফ ম্যারাথন আয়োজন করা হবে।

এই ম্যারাথনের আয়োজকরা উইচ্যাট পোস্টে বলেছেন, এই দৌড়ে পুরুষ এবং নারী চ্যাম্পিয়নদের গরু পুরস্কার দেওয়া হবে। খামারের এই পশুটির বিনিময় মূল্য হবে ৬ হাজার ইউয়ান (৮২৭.৮১ ডলার) । দ্বিতীয় স্থান অধিকারী পাবে তাইপিং পুকুর থেকে মাছ এবং একই স্থান থেকে আসা রাজহাঁস, হাঁস ও মোরগ। ম্যারাথনে অন্যান্য অংশগ্রহণকারীদেরকে দেওয়া হবে দশ কেজি (২২ পাউন্ড) চাল এবং গম।

অভিনব পুরস্কর ঘোষণার নোটিশটি চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) উইবো প্ল্যাটফর্মে অন্যতম আলোচিত বিষয় হিসাবে স্থান পায় পুরস্কারের এই প্রস্তাব।

উইবোর একজন ব্যবহারকারী লিখেছেন, ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করা ব্যক্তি বিদেশি হলে গরু-ছাগল বহন করে নিয়ে যাওয়ার জন্য তাকে দ্রুতগতির ট্রেনের টিকেট কাটতে হবে কিনা।

চীনে হাফ ম্যারাথন এক ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। সেখানে বিভিন্ন দেশ থেকেই দৌড়বিদরা অংশ নেন। এবারের হাফ ম্যারাথন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চীনের জিলিন প্রদেশের নং’আন কাউন্টির ওয়েটল্যান্ড পার্কে। প্রধান একটি কৃষি পণ্য উৎপাদন এলাকা এটি।

চাইনিজ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের হিসাবমতে, সম্প্রতি কয়েক বছরে চীনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রসার ঘটেছে দ্রুত। ২০২৩ সালে দেশজুড়ে মোট ৬২২ টি ম্যারাথন ও হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন