কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এই হারে আসর থেকে বিদায়ের আশঙ্কায়ও পড়েছে লিওনেল মেসির দল।
এদিন ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে আর্জেন্টাইন তারকা মেসি ছিলেন নিশ্প্রভ। পারেননি লুইস সুয়ারেজ–সের্হিও বুসকেতসরাও। ফলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
লস অ্যাঞ্জেলেসের কাছে এর আগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে হেরে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। সেই ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্তই এখন মায়ামির জন্য অনুপ্রেরণার। সেবার অবশ্য প্রথম লেগে মায়ামি হেরেছিল ১–০ গোলে। এবার ব্যবধানটা ২ গোলের হওয়ায় বেশ চাপেই থাকবে হাভিয়ের মাচেরানোর দল।
আজ ২৪ মিনিটে পেদ্রো ভিতের দুর্দান্ত এক ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই মার্কিন স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট।
এরপর ৮৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার। এই গোলের পরই মূলত নিশ্চিত হয়ে যায় মায়ামির হার। এরপর চেষ্টা করেও আর ব্যবধান কমাতে পারেননি মেসিরা। মাঠ ছাড়তে হয় হতাশার এক হার নিয়ে।
আগামী ১ মে মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।