খেলার মাঝে আবারও মৃত্যু হলো এক ক্রীড়াবিদের। এবার রিংয়ে চলমান ম্যাচের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বক্সার মুসা ইয়ামাক। জার্মানির এই বক্সারের মৃত্যুতে শোকাহত ক্রীড়াবিশ্ব। মিউনিখে অনুষ্ঠিত উগান্ডার হামজা ওয়ান্ডেরার বিপক্ষে ম্যাচের মাঝেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
দর্শকদের জন্য এই ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। দ্বিতীয় রাউন্ডে ওয়ান্ডেরার একটি ঘুষিতে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলেন ইয়ামাক। তবে তাঁর মৃত্যু সে কারণে হয়নি। তৃতীয় রাউন্ডে খেলতে নামার জন্যে তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু রাউন্ড শুরু হওয়ার আগেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তাঁর সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়।
স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও বাঁচানো যায়নি ইয়ামাককে। দর্শকদের চিৎকার করতে বলার মাধ্যমে ইয়ামাকের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয়। ২০১৭ সালে পেশাদার জীবন শুরু করার পর একবারও হারেননি ইয়ামাক। ৮টি ম্যাচই জিতেছেন। সবগুলোই নক-আউটে। ইউরোপীয় এবং এশীয় শিরোপাও আছে তার ঝুলিতে।