নাসিম রুমি: আটলান্টায় দেখা মিলল সেই পুরোনো মেসির! বক্সের বাইরে থেকে বল কেড়ে নেওয়া, ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত চিপ শট—ম্যাজিক্যাল এক গোল উপহার দিলেন লিওনেল মেসি। বয়স ৩৭ পেরিয়ে গেলেও মাঠে যেন তিনি এখনো সেই তরুণ মেসিই!
বাংলাদেশ সময় আজ ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসির গোলেই সমতায় ফিরেছিল ইন্টার মায়ামি। এরপর ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই বদলি নামা ফাফা পিকল্টের হেডারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি।
মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক আটলান্টা। ১১ মিনিটে গোল করেন আইভরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল লাত্তে লাথ। তবে ২০তম মিনিটেই মেসির জাদুকরী গোল ফিরিয়ে দেয় মায়ামিকে লড়াইয়ে।
কিন্তু ম্যাচের নায়ক মেসি নন, হয়েছেন ফাফা পিকল্ট। ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিট পরই জর্দি আলবার ক্রস থেকে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন হাইতির এই অভিজ্ঞ উইঙ্গার।
এই জয়ে গত মৌসুমের প্লে-অফের পরাজয়ের শোধও তুলে নিল মায়ামি। ২০২৪ সালের এমএলএস প্লে-অফে দুই লেগেই আটলান্টার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।
চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠেছে ইন্টার মায়ামি। এর আগে শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারানোর পাশাপাশি নিউইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছিল তারা।
আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল মায়ামির শেষ ম্যাচ। এবার বিশ্বকাপ বাছাইয়ের দায়িত্ব পালনের জন্য আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি। এমন দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে দেখে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দিত না হয়ে পারার কথা নয়!