নাসিম রুমি: চোট থেকে দূরে রাখতে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। আর্জেন্টাইন কিংবদন্তির অনুপস্থিতিতে জ্বলে ওঠেন তাদেও আলেন্দে। এরপর লুইস সুয়ারেজের ফিনিশিংয়ে জ্যামাইকান প্রিমিয়ার লিগ দলে ক্যাভালিয়ারকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগের প্রথমার্ধে কোনো গোল হয়নি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই কাজে লাগাতে পারেনি। একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মায়ামির ডিফেন্ডার ম্যাক্সি ফ্যালকন পায়ের চোটে মাঠ ছাড়েন। ৬১তম মিনিটে বক্সের মধ্যে অগোছালো পরিস্থিতির সুযোগ নিয়ে মায়ামিক এগিয়ে দেন আলেন্দে।
নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। এবার রক্ষণের ভুলে ক্যাভালিয়ারকে দ্বিতীয় গোল হজম করতে হয়। আগামী বৃহস্পতিবার জ্যামাইকার কিংসটনে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের ম্যাচটি। ওই ম্যাচ শেষে এগিয়ে থাকা দল যাবে কোয়ার্টার ফাইনালে।