বিধ্বংসী টপ অর্ডার ব্যাটার হিসেবে বেশ নামডাক আছে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের। ব্যক্তিগত জীবনে করুণ এক ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। মারা গেছেন তার ২ বছরের কন্যা। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার আফগান সতীর্থ করিম জানাত।
ইনস্টাগ্রামে জাজাইয়ের মেয়ের মৃত্যুর সংবাদ শেয়ার করে জানাত লিখেছেন, ‘আমি আপনাদের সকলকে দুঃখের সঙ্গে একটি কথা জানাতে চাই, আমার ভাই হযরতউল্লাহ জাজাই তার মেয়েকে হারিয়েছেন। এই ভয়াবহ কঠিন সময়ে তার এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন অবস্থার মধ্য দিয়ে যাওয়ার সময় তাদের জন্য বেশি বেশি দোয়া করেন। হযরতউল্লাহ জাজাই এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’
আফগানিস্তানের হয়ে ১৬টি ওয়ানডে এবং ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন জাজাই। ২০১৮ সালে এক ওভারে ছয়টি ছক্কা মেরে প্রথম লাইমলাইটে উঠেছিলেন আফগানিস্তানের এই ব্যাটার। সেবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) বালখ লেজেন্ডসের বিপক্ষে কাবুল জাওয়ানানের হয়ে মাত্র ১৪ বলে ৬২ রান করেছিলেন জাজাই। ফিফটি করেন মাত্র ১২ বলে। যার মাধ্যমে তিনি স্পর্শ করেন যুবরাজ সিং ও ক্রিস গেইলের রেকর্ড।
এছাড়া বিধ্বংসী ওই ইনিংস খেলার পথে এক ওভারেই হাঁকান ছয়টি ছক্কা। এর মাধ্যমে তিনি ঢুকে যান এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানো স্যার গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস এবং যুবরাজ সিংয়ের মতো অভিজ্ঞদের ক্লাবে।