ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারাজ। ফলে বিশ্বের তিন নম্বর খেলোয়াড়ের ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে এটা অনেক বড় ধাক্কা।
এর আগে গত রবিবার হলগার রুনের কাছে বার্সেলোনা ওপেনের ফাইনালে হেরে যান চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিয়ার্ড। আর সেই ম্যাচে ঊরুর চোটে পড়েন তিনি।
এক সংবাদ সম্মেলনে আলকারাজ এ সম্পর্কে বলেছেন, ‘আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনকিছুই অনুকূলে নেই। এ কারনে আমি ঝুঁকি নিতে চাচ্ছিনা। আমি যদি খেলতে নামি তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’
আলকারাজ এখনও পর্যন্ত ইতালিয়ান ওপেনে না খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি। তবে ফ্রেঞ্চ ওপেনের ব্যপারে তিনি আশাবাদী, ‘অবশ্যই রোলা গ্যাঁরোতে সবারর সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবো। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
প্রসঙ্গত, আগামী ২৫ মে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র অনুষ্ঠিত হবে।