English

22 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

ময়েসকে আবারও ফিরিয়ে আনল এভারটন

- Advertisements -

সাবেক কোচের শরণাপন্ন হলো কঠিন সময়ের মধ্যে থাকা এভারটন। পূর্বে ১১ বছর ক্লাবটির দায়িত্ব পালন করা ডেভিড ময়েসকে আবারও ফিরিয়ে আনল তারা। ইংলিশ ক্লাবটিতে ফিরতে ফেরে ভীষণ খুশি এই স্কটিশ কোচ।

গত বৃহস্পতিবার শন ডাইসকে চাকরিচ্যুত করে এভারটন। দুদিন পর শনিবার ৬১ বছর বয়সী ময়েসের সঙ্গে তারা চুক্তি করল আড়াই বছরের। সাম্প্রতিক সময়ে দলটির মাঠের পারফরম্যান্স যাচ্ছেতাই। প্রিমিয়ার লিগ টেবিলের অবনমন অঞ্চল থেকে স্রেফ ১ পয়েন্ট দূরে তারা। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে তারা জিততে পেরেছে কেবল ৩টি। ১৭ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে।

ব্যর্থতার বৃত্তে বন্দি দলকে পথে ফেরানোর দায়িত্ব এখন ময়েসের কাঁধে। কঠিন এই সময়েও দলের হাল ধরতে ‘দ্বিতীয়বার ভাবেননি’ তিনি। এখন সমর্থক থেকে শুরু করে সবাইকে পাশে চান তিনি। তিনি জানান, “এভারটনে আমি ১১টি অসাধারণ ও সফল বছর কাটিয়েছি। এই গ্রেট ক্লাবে পুনরায় যোগদানের প্রস্তাব দেওয়া হলে আমি একটুও দ্বিধা করিনি।”

ডেভিড ময়েস বলেন, “এখন আমাদের সব এভারটোনিয়ানকে এই গুরুত্বপূর্ণ মৌসুমে খেলোয়াড়দের পাশে থেকে তাদের ভূমিকা পালন করতে হবে। যাতে আমরা প্রিমিয়ার লিগের দল হিসেবেই আমাদের চমৎকার নতুন স্টেডিয়ামে যেতে পারি।”

২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এভারটনের কোচের দায়িত্ব পালন করেন ময়েস। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ওয়েস্ট হ্যামের কোচ ছিলেন তিনি। তার নেতৃত্বে ২০২৩ সালের ইউরোপা কনফারেন্স লিগ জেতে ওয়েস্ট হ্যাম। ২০২৩-২৪ মৌসুম শেষে ক্লাবটির দায়িত্ব ছেড়ে দেন তিনি। এবার নতুন করে দায়িত্ব নিলেন পুরনো ঠিকানার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন