নাসিম রুমি: ভারতকে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
শিক্ষার্থীরা জানান, রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন হাকিম চত্বরে ব্যান্ডমিন্টন কোর্টে খেলছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ সেখানে আসেন সাকিব। এরপর তিনি মুখে মাস্ক লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলতে শুরু করেন। তার খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।
সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেছেন ইমরান নাজির নামের একজন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘পিছনের মানুষটাকে চেনা যায়? ইটস সাকিব আল হাসান ভাই। আজ ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পারছি। এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা জীবনের সেরা মুহূর্তের একটি। আমি আমার অনুভূতি হারিয়েছি।’
আরেক শিক্ষার্থী আকরাম ভূঁইয়া লিখেছেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই, হাকিম চত্বরে এবং আমার সাথে ব্যাডমিন্টন খেলে, আমি তখন আনন্দে আকাশে ভাসছি! ধন্যবাদ সাকিব ভাই।