English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বিসিবিতে দুর্নীতি হয়েছে, অস্বীকার করার উপায় নেই: ফারুক

- Advertisements -

নাসিম রুমি: দেশের ক্ষমতার পালাবদলের হাওয়া যে বাংলাদেশ ক্রিকেটের গায়ে লাগবে সেটা এক প্রকার অনুমিতই ছিল। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাজমুল হাসানের পাপনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

পাপনের পদত্যাগের পরই ১৫তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। গতকাল অংশ গ্রহণ করেছেন প্রথম বোর্ড সভায়। সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক বলেছেন, সাবেক সভাপতি পাপনের বোর্ডে বড় দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই।

বিসিবি সভাপতি বলেছেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’ দুর্নীতি প্রসঙ্গে ফারুক পরে আরেক প্রশ্নের জবাবে বলেছেন, তাদের ওপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। কাজেই তাদের কাজের ধরনে আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে।

সভায় জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। এ ব্যাপারে ফারুক বলেন, ‘সফরের মাঝখানে কিছু করতে চাই না। বোর্ড প্রধান হয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়াই যায়। তবে এটাও ভাবতে হবে অন্য কোনো জায়গায় যেন সমস্যা না হয়। টেস্ট সিরিজটা যাক, আমরা সবার মতামত নিচ্ছি। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পাবেন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন