English

20 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপে খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশি ৬ শ্যুটার

- Advertisements -
Advertisements

চলতি বছরের শুরুতেই ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। আসরে প্রথম বাংলাদেশি শ্যুটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়েছিলেন কামরুন নাহার কলি। দুই মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ খেলতে ভারতে গেলেন বাংলাদেশি শ্যুটাররা।

রোববার (১৯ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিবেশি দেশ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কলিসহ ৬ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল। তারা হলেন রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, অর্ণব শারার, কামরুন নাহার কলি, নাফিসা তাবাসুম ও শাইরা আরেফীন।

Advertisements

ভারতের ভূপালে আগামীকাল শুরু হবে ৮ দিনব্যাপী এই বিশ্বকাপ। এবার পদক জেতার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন শ্যুটার কামরুন নাহার কলি। দেশ ছাড়ার আগে কলি বলেছেন, ‘আমি এবার পদক জেতার চেষ্টা করবো। আমি দেশবাসীর দোয়া চাই।’

ইন্দোনেশিয়ায় আগের বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন কামরুন নাহার কলি। এরপর ফাইনালে উঠে অষ্টম স্থান অর্জন করেছিলেন তিনি। তার আগে গত অক্টোবরে মিশরের কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ৬২৯ স্কোর করেছিলেন কলি, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শ্যুটারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন