বিশ্বকাপের সময় আরেকটি লড়াই চলছিল। দুই বছর পর পাকিস্তানে আয়োজন করা হচ্ছে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের জন্য তাদের চলমান বিশ্বকাপের লিগ পর্বের প্রথম ৮ দলের মধ্যে থাকতে হবে। যে কারণে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ড অলিখিত চ্যাম্পিয়ন্স ট্রফি বাছাইপর্বের রূপ নেয়।
ইতিমধ্যে শেষ হয়েছে এবারের বিশ্বকাপের লিগপর্ব। একই সাথে নির্ধারিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮টি দল।
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এবারের চার সেমিফাইনালিস্ট ভারত বনাম নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার টিকিটও চূড়ান্ত হয়েছে। আর স্বাগতিক দেশ হওয়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা আগে থেকেই নির্ধারিত হয়েছে পাকিস্তানের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশসহ যে ৮টি দল খেলবে
১. ভারত
২. দক্ষিণ আফ্রিকা
৩. অস্ট্রেলিয়া
৪. নিউজিল্যান্ড
৫. আফগানিস্তান
৬. ইংল্যান্ড
৭. বাংলাদেশ
৮. পাকিস্তান