আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড বেডিংহ্যামের জীবনে। একই দিনে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ টি-টোয়েন্টি’র ফাইনাল ও বিয়ের তারিখ পরে যায় তার। শেষ পর্যন্ত ফাইনাল খেলতে গিয়ে বিয়ে একদিন পিছিয়ে দেন বেডিংহ্যাম।
তবে বিয়ে পিছিয়েও লাভ হয়নি বেডিংহ্যামের। ফাইনালে তার দল সানরাইজার্স ইস্টার্ন কেপ হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ানস কেপ টাউনের কাছে। ম্যাচে তেমন ছাপ রাখতে পারেননি বেডিংহ্যামও। ওপেনিংয়ে নেমে ৮ বলে ৫ রান করেই আউট হয়ছেন জাতীয় দলের সতীর্থ কাগিসো রাবাদার বলে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট রিপোর্টার ফিরদোস মুন্ডার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এই সপ্তাহান্তে বাগদত্তা জেনা ভ্যান নিকার্কের সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন বেডিংহ্যাম। কিন্তু শেষের দিকে এসে বুঝতে পারেন, দল টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠায় একই দিনে ম্যাচ আছে তার।
মুন্ডা বলেন, ‘বিয়ের তারিখ নির্ধারিত ছিল এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ইস্টার্ন কেপ ফাইনালে উঠে যায়। তাই তিনি (বেডিংহ্যাম) বিয়ের তারিখ আগামীকাল (ম্যাচের পরদিন) নির্ধারণ করেছেন।
ম্যাচ থাকায় বিয়ের আগের ব্যাচেলর পার্টিতেও উপস্থিত থাকতে পারেননি বেডিংহ্যাম। কোয়ালিফায়ারে তার দল ইস্টার্ন কেপ তখন পার্ল রয়্যালসের বিপক্ষে খেলেছে। শেষ পর্যন্ত নিজের বাবাকে ব্যাচেলর পার্টির সেই অনুষ্ঠান আয়োজন করতে পাঠিয়েছেন বেডিংহ্যাম।
এসএ টি-টোয়েন্টির তৃতীয় আসর শেষ হলো গতকাল। প্রথম দুইটি আসরেই শিরোপা জেতে ইস্টার্ন কেপ। তবে তৃতীয়বার ফাইনাল খেললেও ব্যর্থ হয় দলটি।