নাসিম রুমি দারুণ সম্ভাবনার ক্যারিয়ার শুরু করেছেন। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলার সবখানে দিয়েছে নিজের সামর্থ্যের প্রমাণ। ফুটবল বিশ্বের নাম কুড়িছেন ‘ডিবলিং বয়’ নামে।
ছিলেন সেরাদের সেরার কাতারে। তবে এক ইনজুরি শেষ করে দিয়েছে পুরো সোনালি ক্যারিয়ারের। বলছি ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের কথা। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে গেল বছর পাড়ি জমান সৌদি প্রো লিগের প্রথম সারির ক্লাব আল হিলালে। রেকর্ড মূল্যে এই ব্রাজিলিয়ানকে দলে ভিড়িয়েছে সৌদি ক্লাবটি। আল হিলালের সঙ্গে এই ব্রাজিলিয়ানের চুক্তি ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত।
তবে ইনজুরির কারণে মাঠেই নামা হয় না চ্যাম্পিয়নস লিগজয়ী এই ফুটবলারের। আল হিলালের হয়ে গেল মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচে মাঠে নামা হয়েছে ৩২ বছর বয়সী এই তারকার। এরপরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পড়েন ইনজুরিতে। তারপর এক বছর ছিলেন মাঠের বাইরে। চলতি মৌসুমে নিজের দ্বিতীয় ম্যাচে গেল মঙ্গলবার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার।
তবে ফেরাটা সুখকর হয়নি এই ব্রাজিলিয়ানের। সেই ম্যাচে পুনরায় পড়েছেন ইনজুরির কবলে। যার জন্য আগামী এক মাসের জন্য আবারও মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার কারণে আল হিলালের নেইমারের ভবিষ্যৎ নিয়ে ভাবছে কর্তৃপক্ষ। গুঞ্জন আছে, আগামী বছরের জানুয়ারিতে এই ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি বাতিল করবে আল হিলাল।