নাসিম রুমি: সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই চলেছেন নেইমার। গতকাল রাতে ইন্টার ডি লিমেইরার বিপক্ষে প্রথমার্ধেই চমকপ্রদ এক গোল করে বসেছেন তিনি। শুধু তাই নয়, স্বাগতিক দর্শকদের দুয়ো এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছেন তিনি।
নেইমার সেখানেই থামেননি। গোলটা করার পরই ব্রাজিলিয়ান এই তারকা উদযাপন করলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর স্টাইলে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রথমার্ধের প্রায় আধ ঘণ্টার পেরিয়ে যাচ্ছিল। নেইমার গোল পাচ্ছিলেন না। ঠিক সে মুহূর্তে কর্নার নিতে যান তিনি।
তবে তখনই ইন্টার ডি লিমেইরার সমর্থকরা তাকে দুয়ো দিতে শুরু করেন। তাদের জবাবটাও তিনি দেন তৎক্ষণাৎ। আচরণ আর পারফর্ম্যান্স দুটো দিয়েই। কানে হাত দিয়ে ইশারা দেন, শুনতে পাচ্ছি না, এরপর দুই হাত নিচ থেকে ওপরে করে জানান দেন, আওয়াজ আরও বাড়াও।
এরপর তার জাদু দেখান নেইমার। সান্তোসের ৩৩ বছর বয়সী এই তারকা অসাধারণ এক কৌশলে বলকে জালে পাঠিয়ে দেন কর্নার থেকেই। একটু আগেও যে দর্শক দুয়ো দিচ্ছিল, তাদের স্তব্ধ করে দেন নেইমার।
সে গোল করে তিনি ফিরে যান গ্যালারির পাশে, বিজ্ঞাপনের বোর্ডগুলোর দিকে। তার ওপরে বসে পড়েন তিনি। এ উদযাপনে তিনি ব্রাজিলের মাটিতে ফেরান রোনাল্ডোর স্মৃতি। এমন ভঙ্গিতে উদযাপন পর্তুগীজ তারকা রিয়াল মাদ্রিদে থাকাকালীন করতেন।