English

21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

নিজের সিদ্ধান্তেই অটল ক্লপ, লিভারপুলকে খুঁজে দেবেন না উত্তরসূরী

- Advertisements -

কাজ করার আর শক্তি পাচ্ছেন না ইয়ুর্গেন ক্লপ; নিজের সঙ্গে এমন বোঝাপড়ায় মেয়াদ শেষ হওয়ার আগেই লিভারপুলের ম্যানেজারের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৬ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ক্লপ জানিয়েছেন, এই মৌসুমের পরই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির দায়িত্ব ছাড়ছেন তিনি।

তবে ক্লপ যেন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গে থাকেন, সেজন্য তাকে অনুরোধ করেছিলেন লিভারপুলের প্রধান নির্বাহী বিলি হোগান। তাতেও কোনো ফল আসেনি। দল ছাড়তেই বদ্ধপরিকর ক্লপ।

গতকাল শুক্রবার সম্মেলনে এসেও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন ক্লপ। এমন সিদ্ধান্তের জন্য তার ভেতরে কোনো অনুশোচনাও নেই বলে জানিয়েছেন ক্লপ। এমনকি লিভারপুলকে নতুন কোচ খুঁজে দেওয়ার ক্ষেত্রেও দলকে কোনো ধরনের সাহায্য করবেন না বলে জানিয়েছেন তিনি।

নতুন কোচ খুঁজে দেওয়ার বিষয়ে ক্লপ বলেন, ‘না, কেন আমি করব? তারা অভিজ্ঞ লোকের কাছে যা পেতে পারে, সেটা হলো পরামর্শ। যাইহোক,কাউকে দলে আনার বিষয়ে আপনারাই নিশ্চিত করেন।’

‘আমি অবশ্যই তা করব না। আপনারা সবই জানেন, বেশিরভাগ বিষয়ে আমার মতামত আছে। আপনারা বিশ্বাস করবেন না যে বেশিরভাগের জন্য আমি এখনও সবকিছু বলিনি এবং এতে আমার কোন সমস্যা নেই।’-তিনি যোগ করেন।

ক্লপ বলেন, ‘আমি এই ক্লাবের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আপাতত আমি এখানেই আছি এবং তাদের সর্বোত্তম অর্জনে সহায়তা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমার দায়িত্ব এত বড় ছিল যে, আমার ধারণা ছিল এই ক্লাব যেন আরও শক্তিশালী হয়, এর পরিপূর্ণতার জন্য এবং সবকিছু ঠিক রাখতে যতটা সম্ভব ভালো করেছি। অনেকে এখানে শুধুমাত্র একটি ধারণা নিয়ে কাজ করে। তবে লিভারপুলের জন্য একটি নিখুঁত সমাধান খুঁজে বের করার জন্য নতুন কেউ আসবে এটি আমি নিশ্চিত।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন