দাবা খেলা চলাকালে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আজ শুক্রবার জাতীয় দাবা প্রতিযোগিতায় দ্বাদশ রাউন্ডে গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে খেলা চলাকালে হঠাৎ লুটিয়ে পড়লেন জিয়া। এরপর তাকে দ্রুত শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বিকেল ৩টায় জিয়া-রাজীবের ম্যাচটি শুরু হয়েছিল। খেলা চলাকালে ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর রহমান। পরে দাবা ফেডারেশন থেকে দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসকেরা তার পালস খুঁজে পাননি। পরে তারা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়াউর রহমান।
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করে ইন্টারন্যাশনাল আরবিটার হারুনুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, ‘জিয়া অসুস্থ হওয়ার ১০ মিনিটের মধ্যেই আমরা ওকে নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে এনেছিলাম। কিন্তু ওকে ফেরানো গেল না।’
জিয়াউর রহমান ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে দাবা খেলায় আন্তর্জাতিক মাস্টার উপাধি পান। আর গ্র্যান্ডমাস্টার উপাধি পান ২০০২ সালে।