English

20 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান

- Advertisements -

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের প্রাণভোমরা সুলেমান দিয়াবাতেকে ছাড়ায় আবাহনীকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে সাদা-কালোরা।

শনিবার (৪ জানুয়ারি) ময়মনসিংহের রফিক উদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। শাকিল আহাদ তপু মারাত্মক ফাউলের জন্য লাল কার্ড দেখেছেন।

২০ মিনিটে লাফিয়ে ওঠা বলে হেড করতে গিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলার একই সময় তপুও বল দখলের চেষ্টা করেন। সেই সময় আঘাতপ্রাপ্ত হলে অনিক তপু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। ১০ জনের দল নিয়ে মোহামেডান প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করেও গোল পায়নি। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের দেখা পায় মোহামেডান। ৪৭ মিনিটে মুজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি লাফিয়ে উঠে বল জড়িয়ে দেন জালে। ৬৩ মিনিটে সাইডবারের নিচে লেগে ফিরে আসে ফিরতি বলে সৌরভ জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিন গোল করে সাদা কালোরা। ৮৮ মিনিটে সানডের ক্রস সেলিম রেজা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল উপহার দেন। ইনজুরি সময়ে চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করে।

এই জয়ে ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে মোহামেডান। অন্য দিকে চট্টগ্রাম আবাহনী কোনো পয়েন্টই পায়নি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন