চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে আগের ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে গিয়েছিল ব্রাজিল। তবে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ পরেই সেই ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে সেলেকাওরা। কিন্তু সেই আর্জেন্টিনা এবার কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছে।
বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
যদিও পয়েন্ট হারালেও ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ১ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে ইকুয়েডর। ব্রাজিলের ঋণাত্মক ৫ গোল ব্যবধানের বিপরীতে ইকুয়েডরের গোল ব্যবধান +১।
অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া এবং দুই ম্যাচের দুটিতে হেরে তলানিতে বলিভিয়া।