English

29 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি কতো?

- Advertisements -

নাসিম রুমি: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। ট্রফি জয়ী দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার ( ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা)।

আজ চ্যাম্পিয়নস ট্রফির এই প্রাইজমানির তালিকা প্রকাশ করেছে আইসিসি।

চ্যাম্পিয়নস ট্রফির রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা)।

সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে ( প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা)।

এবার ৫৩ শতাংশ প্রাইজমানি বেড়েছে এই টুর্নামেন্টের।

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার ( প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা) করে।

সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে।

১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।

পাকিস্তান ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন