ব্রিটিশ গায়িকা এবং টিভি ব্যক্তিত্ব জেসমিন ওয়ালিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন আছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। গতকাল রবিবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুবাই স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে তাকে। স্টেডিয়ামে তার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ সময় জেসমিনের পরনে ছিল ডোরাকাটা শার্ট এবং একটি নার্ডি গ্লাস।
স্টেডিয়ামে উপস্থিত যে হয়েছেন, সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন জেসমিন ওয়ালিয়া। ভারতের চ্যাম্পিয়নস ট্রফির ইঙ্গিত দিয়ে ক্যাপশনে ওয়ালিয়া লিখেছেন, ‘আরও একটি’।
হার্দিক এবং জেসমিন একই স্থান থেকে একই রকম ছবি শেয়ার করার পর থেকেই তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ওঠে। জানা গেছে, গ্রীসে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তারা।
গত বছরের ২০ জুলাই বিচ্ছেদের ঘোষণা দেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিচ। নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তারা লিখেছেন, ‘৪ বছর একসাথে থাকার পর, হার্দিক এবং আমি পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসাথে আমাদের সেরাটা দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এটি (বিচ্ছেদ) আমাদের দুজনেরই সর্বোত্তম স্বার্থে। আমরা একসঙ্গে যে আনন্দ, পারস্পরিক শ্রদ্ধা এবং সাহচর্য উপভোগ করেছি এবং আমরা একটি পরিবার গড়ে তুলেছিলাম; সেই হিসেবে এটি (বিচ্ছেদ) আমাদের জন্য একটি কঠিন সিদ্ধান্ত ছিল।’
ওয়ালিয়া প্রথমবার খ্যাতি অর্জন করেন ব্রিটিশ রিয়েলিটি শো ‘দ্য ওনলি ওয়ে ইজ এসেক্স’ দিয়ে। পরে ২০১৭ সালে জ্যাক নাইটের সঙ্গে হিট গান বম ডিগি দিয়ে ভারতে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। তিনি ২০২২ সালের মিউজিক ভিডিও ‘নাইটস এন ফাইটস’-এর জন্য বিগ বস-১৩ ফাইনালিস্ট অসীম রিয়াজের সঙ্গেও জুটি বেঁধেছিলেন।