নাসিম রুমি: অপরাজিত থেকেই প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল ইন্টার মায়ামি। শুক্রবার রতে অরল্যান্ডো সিটির সঙ্গে তারা ২-২ গোলে ড্র করেছে। মেসি, সুয়ারেজের কেউই গোল পাননি। অরল্যান্ডো শুরুতে এগিয়ে যাওয়ার পর সমতায় শেষ হয় প্রথমার্ধ। মায়ামির হয়ে গোল দুটি করেছেন ফাফা পিকোল্ট এবং তাদেও অ্যালেন্ডে।
প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম চারটি ম্যাচ জিতেছিল ইন্টার মায়ামি। এবার প্রথমার্ধের শুরুতেই ১৫তম মিনিটে মার্টিন ওদেজার গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। অবশ্য গোল পরিশোধে বিশেষ সময়ও লাগেনি। ৭ মিনিট পরই লুইস সুয়ারেসের পাস থেকে অরল্যান্ডোর জালে বল পাঠিয়ে দেন তাদেও অ্যালেন্ডে। প্রথমার্ধে মায়ামি ৮টি শট নিয়েছিল। তবে ১-১ সমতা নিয়েই তাদের বিরতিতে যেতে হয়।
বিরতির পর মায়ামির ডিফেন্ডার ডেভিড মার্তিনেজের ভুলে আবার এগিয়ে যায় অরল্যান্ডো। ৫৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রামিরো এনরিকে। ৭৫তম মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে। সব খেলোয়াড়কে প্রস্তুতি ম্যাচে খেলানো নিশ্চিত করতেই এটা করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ফাফা পিকোল্টের গোলে হার এড়ায় মায়ামি।
আগামি ১৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মায়ামি তাদের ২০২৫ সালের অভিযান শুরু করবে। ওইদিন তারা চিলড্রেন মার্সি পার্কে কনকাফাক চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হবে কানসাস সিটির।