ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আগে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিযুক্ত করেছে গুজরাট টাইটান্স। ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাটের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন ওয়েড। সেই আসরে দলটির হয়ে ঋদ্ধিমান সাহার সঙ্গে নিয়মিত ইনিংসের সূচনা করতেন তিনি।
আইপিএলের গত মৌসুমে, অর্থাৎ ২০২৪ সালে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন এই উইকেটরক্ষক, আর সব মিলিয়ে ১৫টি। তার মধ্যে ১২টি খেলেছেন গুজরাটের হয়ে।
অস্ট্রেলিয়ার হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েডের। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৪৬৮২। উইকেটরক্ষক হিসাবে তার ডিসমিসাল সংখ্যা ২৬৬।
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। ২৫ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।