কোপা দেল রের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেমিতে বার্সেলোনা খেলবে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তাতে করে ফাইনালে হতে পারে ক্লাসিকো কিংবা মাদ্রিদ ডার্বি।
দুই লেগে হবে সেমিফাইনাল। ফেব্রুয়ারির শেষ দিকে প্রথম লেগে অ্যাতলেতিকোকে স্বাগত জানাবে বার্সা। এপ্রিলে ফিরতি লেগে মাদ্রিদে যাবে কাতালানরা।
তাতে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে দুই দল মুখোমুখি হবে তিনবার। ১৬ মার্চ লা লিগায় অ্যাতলেতিকোর মাঠে খেলবে বার্সা।
এই মৌসুমে দুই দলের লড়াইয়ে একমাত্র ম্যাচ জিতেছে অ্যাতলেতিকো। ডিসেম্বরে অলিম্পিক স্টেডিয়ামে আলেক্সান্দার সোরলোথের শেষ দিকের গোলে ২-১ এ জিতেছিল তারা।
হোম ম্যাচে অ্যাডভান্টেজ পাবে রিয়াল। তারা প্রথম লেগ খেলবে সান সেবাস্তিয়ানে। প্রথম লেগ হবে ২৫ কিংবা ২৬ ফেব্রুয়ারি। এক মাসের বেশি সময় পরে ১ বা ২ এপ্রিল মাঠে গড়াবে ফিরতি লেগ।
২০১৪ সালের পর এই প্রথমবার লা লিগার শীর্ষ তিনে থাকা রিয়াল, অ্যাতলেতিকো ও বার্সা তিন দলই কোপার সেমিফাইনালে। ওই সময় লিগের চারে থাকা সোসিয়েদাদও চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলেছিল।