English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

এশিয়া কাপ হকিতে বাংলাদেশি যুবাদের টিকিট নিশ্চিত

- Advertisements -

ওমানের মাসকাটে চলমান এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের ‘বি’ পুলে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। যার ফলে চলতি বছরের মে মাসে এশিয়া কাপ যুব হকি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এএইচএফ কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কোচ মামুন-উর রশিদের দল। বাংলাদেশ ‘বি’ পুলের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তৃতীয় ও শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে।

৮ দেশের এই টুর্নামেন্টের শীর্ষ ৪ দল খেলবে এ বছর অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে বাংলাদেশ ও উজবেকিস্তান এই যোগ্যতা অর্জন করেছে।

উজবেকিস্তান তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-৩ গোলে এবং ১-০ ব্যবধানে হংকং চায়নাকে হারিয়ে সেমিতে উঠেছে। তবে দুই দলের পয়েন্ট সমান ৬ করে হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে তালিকার শীর্ষে অবস্থান করছে লাল-সবুজরা।

টুর্নামেন্টের ‘এ’ পুলে স্বাগতিক ওমান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপে-এই চার দেশের মধ্যে এক ম্যাচ করে জিতে শেষ চারের পথে এগিয়ে রয়েছে ওমান ও থাইল্যান্ড।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন