নাসিম রুমি: কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দারুণ এক জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছাপিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। গত রাতে ভিয়ারিয়ালকে তারা ২-১ গোলে হারিয়েছে। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে।
শনিবার রাতে নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ভিয়ারিয়াল। ৭ম মিনিটে আলেক্স বায়েনার কর্নারে বল হুয়ান ফয়থের হাঁটুতে লেগে রিয়ালের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির পিঠে লাগে, ফিরতি বল কাছ থেকে জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার জুয়ান ফয়থ। ১৭তম মিনিটে ব্রাহিম দিয়াসের শট ঠেকান গোলরক্ষক, ফিরতি বলে জোরাল শটে ম্যাচে সমতা ফেরনা কিলিয়ান এমবাপ্পে।
রিয়ালের দ্বিতীয় গোলটিও আসে প্রথমার্ধেই। ২৩তম মিনিটে লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোল হলো ২৬ ম্যাচে ২০টি আর মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১টি। গত ২৫ জানুয়ারির পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচে একাধিক গোল করলেন এমবাপ্পে।