নাসিম রুমি: ভারত সফরে এসেছিলেন ইংলিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহাম। গত কয়েকদিন মুম্বাইতে ছিলেন তিনি। বৃহস্পতিবার এ তারকা ফুটবলারের জন্য বলিউড অভিনেতা শাহরুখ খান তার মান্নাতের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন।
শাহরুখের ডাকে সাড়া দিয়ে মান্নাতে রাতভর বলিউড বাদশার সঙ্গে পার্টি করেন বেকহাম। আর তারপর শাহরুখে যেন পুরোপুরি মুগ্ধ বেকহাম। শুক্রবার (১৭ নভেম্বর) নিজ দেশে ইংল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই তারকা।
দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন বেকহাম। ভালোবাসা মাখানো শব্দ প্রয়োগ করে কিং খানকে তিনি লিখেছেন, ‘আপনি অসাধারণ মানুষ।
আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত যেকোনো দিন, যেকোনো সময়।’