English

29 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

আর্জেন্টিনার সঙ্গে ড্র করায় এগিয়ে থেকেই শেষ ম্যাচে নামবে ব্রাজিল

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার আজকের ম্যাচটি ছিল অনেকটাই ‘ভার্চুয়াল ফাইনাল’। দুই দলের যে কেউ জিতলেই চ্যাম্পিয়ন, তবে তা আর হয়নি। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল।

শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে কার হাতে উঠছে শিরোপা। ৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।

আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা।

ম্যাচের ৩৮তম মিনিটে হুলিও সোলারকে বক্সের ভেতর ফেলে দেন ব্রেনো বাইদন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সুযোগ হাতছাড়া করেননি ক্লদিও এচেভেরি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যহত রেখেছিল আর্জেন্টাইনরা। কিন্তু কাঙিত সেই গোল যেন আসছিল না। উল্টো ৭৮তম মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন