আর্জেন্টিনাকে হারিয়ে টানা তৃতীয়বার নারীদের হকি বিশ্বকাপ জিতেছে নেদারল্যান্ড। এই নিয়ে নবমবার বিশ্বকাপ জিতলো নেদারল্যান্ড।
হকি বিশ্বকাপের ১৫তম আসরের ফাইনালে শুরুটা দারুণ করেছিল আর্জেন্টিনার খেলোয়াড়রা। পেনাল্টি কর্নারের মাধ্যমে দুটি দারুণ সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ১৫ মিনিটের মাথায় লিড নিয়ে ফেলতে সক্ষম হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ড। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় পেয়েছে নেদারল্যান্ড। এই নিয়ে নবমবারের মতো বিশ্বকাপ জিতলো নেদারল্যান্ড।
এখন পর্যন্ত চারটি দল নারী হকি বিশ্বকাপ জিততে পেরেছে। নেদারল্যান্ড ছাড়া বাকি তিনটি দল হলো আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া। তিনটি দলই দুইবার করে বিশ্বকাপ জিতেছে। এরমধ্যে আর্জেন্টিনা দুইবারই নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০১০ সালে।