English

30 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
- Advertisement -

আন্তর্জাতিক ম্যাচে অদ্ভুত কাণ্ড, খেলোয়াড় হয়ে নেমে পড়লেন কোচ!

- Advertisements -

জেপি ডুমিনি বড় ক্রিকেটার ছিলেন। তাকে সবাই চেনেন এক নামে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালে। ৫ বছর হয়ে গেলো অবসরের বৃত্তে রয়েছেন ডুমিনি। এখন তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। অথচ তাকেই কিনা দেখা গেলো প্রোটিয়াদের জার্সিতে মাঠে নেমে পড়তে!

Advertisements

ক্রিকেটের মাঠে আপৎকালীন পরিস্থিতিতে সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করতে নামা একেবারে নজিরবিহীন নয়। তবে বেশিরভাগই প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচে এমন ছবি দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে কোচের মাঠে নেমে পড়ার ঘটনা নিতান্ত বিরল।

Advertisements

সেই বিরল ঘটনাই দেখা গেলো আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডেতে। খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পড়েন কোচ জেপি ডুমিনি। কিন্তু কেন?

আসলে আবুধাবির প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার। প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম হয় তাদের। সেই কারণেই প্রথম ইনিংসের শেষের দিকে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে পড়েন কোচ ডুমিনি নিজেই।

সঙ্গত কারণেই ডুমিনির দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠে নেমে পড়ার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অবসরের পরেও ডুমিনি কতটা ফিট, সেটা বোঝা যায় মাঠেই। তার ফিল্ডিং প্রচেষ্টা কুর্নিশ আদায় করে নেয় ক্রিকেটপ্রেমীদের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন