তামিম ইকবালের অসুস্থ হয়ে হাসপাতালের যাওয়ার খবর এখনও পুরোনো হয়নি। এবার আম্পায়ার গাজী সোহেল অসুস্থ হয়ে পড়েছেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ। যেখানে আম্পায়ারিং করার কথা ছিল গাজী সোহেলের।
কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি সোহেল। ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করলে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয় তাকে।
বিসিবির এক কর্মকর্তা এ বিষয়ে জানান, ম্যাচ শুরুর আগে শরীর খারাপ অনুভব করেন সোহেল। পরে হাসপাতালে নেওয়া হয়।
এ নিয়ে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান প্রেশার হাই হয়ে গিয়েছিল গাজী সোহেলের। বর্তমানে ঠিক আছেন, তবে পালসটা একটু বেশি। রিজার্ভ আম্পায়ার দিয়েই চলছে এই ম্যাচটি।