English

31 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫
- Advertisement -

রোনালদোর জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে হারাল নাসের

- Advertisements -

নাসিম রুমি: সউদী ক্লাব ফুটবলের সেরা দুই ক্লাব আল হিলাল ও নাসেরে লড়াই মানেই বাড়তি উত্তজেনা। তবে তার বাইরেও শুক্রবার দুই জায়ান্টের মুখোমুখি লড়াই বিশেষ গুরুত্ব ছিল।সউদী প্রো লিগের শিরোপা স্বপ্ন ধরে রাখতে জয়টা গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছেই।তবে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাজিকে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে নাসের

প্রতিপক্ষের মাঠে হাইভোল্টেজ ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় আল নাসের।জোড়া গোল করের জয়ের নায়ক ৪০ বছর বয়সী রোনালদো। যার একটি পেনাল্টি থেকে, অন্যটি বা পায়ের নিখুঁত এক ফিনিশে।তার জোড়া গোলের আগে প্রথমার্ধের শেষদিকে নাসেরকে বুলেট গতির এক শটে লিড এনে দেন আলী আহসান।বিরতির ঠিক পরেই রোনালদো ব্যবধান দিগুণ করার পর সালেম আল দাওসিরর গোলে ব্যবধান কমায় হিলাল।তবে শেষদিকে সফল স্পটকিকে স্কোরলাইন ৩-১ করেন সিআর সেভেন।

এই দুই গোলের পর পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯৩২ এ। হাজার গোলের মাইলফলক ছুঁয়ে ফেলা এখনও সম্ভব মনে হতেই পারে রোনালদো ভক্তদের।

সউদী প্রো লিগেও এখন শীর্ষ গোলদাতা সিআর সেভেন।হিলালের বিপক্ষে ম্যাচ জেতানো জোড়া গোলের পর লীগে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ২১ এ।

এই জয়ের পর লীগ টেবিলে হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে নাসের।২৬ ম্যাচে ১৬ জয় ও ৪ ড্রয়ে তৃতীয় স্থানে রোনালদোদের পয়েন্ট এখন ৫৪।সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে হিলাল।এক ম্যাচে কম খেলে শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬১।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন