নাসিম রুমি: যুক্তরাষ্ট্রে জনপ্রিয় অ্যাথলেটের তালিকায় শীর্ষে উঠেছেন ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক এই তালিকায় পেছনে ফেলেছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে।
গবেষণা প্রতিষ্ঠান এসএসআরএস এর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। ১৯৯৫ সাল থেকে প্রতি চার মাস পর পর এই জরিপ করে আসছে এসএসআরএস। এই জরিপে অংশ নেন ১২ বছরের বেশি বয়সী মানুষেরা।
সাম্প্রতিক জরিপে মেসি পাঁচ শতাংশের কিছু কম ভোট পান। কিন্তু তাতেই যুক্তরাষ্ট্রে অ্যাথলেটদের জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি।
এর আগের দুই কোয়ার্টারে মাইকেল জর্ডান ছিলেন শীর্ষে। ১৯৯৫-২০০৬ পর্যন্ত এই জরিপে টানা শীর্ষে ছিলেন জর্ডান।
নানা সময়ে টাইগার উডস, কোবি ব্রায়ান্ট, স্টিফেন কারি, লেব্রন জেমস, টম বার্ডির মতো অ্যাথলেটরাও এই জরিপে শীর্ষ স্থান দখল করেন।