২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করে আসছেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার ডাগআউট চার বছর, বায়ার্ন মিউনিখের ডাগআউট তিন বছর সামলেছেন।
তবে নতুন মৌসুম শুরুর আগে সিটিতে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি। “আমি জানি, এমন কথা বলার জন্য উপযুক্ত সময় হয়তো সেটি ছিল না, মাত্রই প্রিমিয়ার লিগ জিতেছি তখন আমরা।
ম্যানচেস্টার সিটি অধ্যায়ে আট মৌসুমে ছয়টি লিগ শিরোপা জয়ের পাশাপাশি ক্লাবকে এনে দিয়েছেন প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম উয়েফা সুপার কাপ ও প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা। ট্রফি জিতেছেন আরও অনেকগুলো।
ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চান কিনা এই প্রশ্নের উত্তরও দেন তিনি।
“এটা নিয়ে (জাতীয় দলের দায়িত্ব) নিয়ে এখনও ভাবিনি, কারণ (ম্যান সিটি) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও নেইনি। যখন ঠিক করব যে, এখানে সময় শেষ, তখন এটা নিয়ে ভাবব।