English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

মেসি জানালেন, মায়ামিতেই ক্যারিয়ারের ইতি টানবেন

- Advertisements -

নাসিম রুমি: ২০২৬ বিশ্বকাপ কি খেলবেন এই প্রশ্ন বহুবার শুনতে হয়েছে লিওনেল মেসিকে। সব সময়ই উত্তর দিয়েছেন তখন কেমন অনুভব করবেন তার উপর নির্ভর করছে বিষয়টি। অবসর ভাবনা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় মেসিকে।

এবার অবসর প্রশ্নে মেসি জানালেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই।

একটা সময় মনে হয়েছিল বার্সেলোনাতে শুরু মেসির শেষটাও কাতালান ক্লাবটিতেই হবে। তবে ২০২১ এ মেসি পাড়ি জমালেন পিএসজিতে। ফ্রান্সের ক্লাবটিতে দুই বছর থেকে মেজর লিগ সকারের দল মায়ামিতে যোগ দেন।

ইএসপিএনের সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপ জয়ী মেসি নানা বিষয়ে কথা বলেছেন।

মেসি বলেন, ‘সারা জীবন আমি এটাই করেছি (ফুটবল খেলেছি), ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো…এটা থেমে যাবে ভেবে সবসময়ই একটু ভয় লাগে।’

ইউরোপের ফুটবল আঙিনা ছেড়ে যাওয়া কঠিন পদক্ষেপ ছিল বলেও জানিয়েছেন মেসি।

এরপরই অবসর নিয়ে বলেন, ‘অবসর নিয়ে চিন্তা করি না আমি। নিজেকে উপভোগের চেষ্টা করি এবং এই কারণে আমি সবকিছু আরও বেশি করে উপভোগ করতে পারছি। কেননা, চলার পথটা যে ক্রমেই ছোট হয়ে আসছে, সে বিষয়ে সচেতন আমি। আমি ভালো সময় কাটাচ্ছি। সতীর্থ ও বন্ধুদের নিয়ে ক্লাবেও ভালো সময় কাটাচ্ছি। অন্যদিকে, জাতীয় দলেও ভালো সময় কাটছে আমার, সেখানেও আমার সতীর্থ ও বন্ধু আছে অনেক।’

এরপর জানালেন আপাতত পরিকল্পনা মায়ামির হয়ে ক্যারিয়ারের শেষটা করা। ‘আমার মনে হয়, মায়ামিই আমার শেষ ক্লাব। আমার আজকের ভাবনা, এটাই আমার শেষ ক্লাব হবে।’

এই মৌসুমে মায়ামির হয়ে এখন পর্যন্ত মেসি ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। এবারের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেবেন মেসি। তাই কোপার সময়টাতে এমএলএস-এ খেলছেন না তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন