অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশসেরা নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। গত এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন এই শরীর গঠনবিদ।
ভারতের মুম্বাই এক্সিবিশন সেন্টারে শুক্রবার শুরু হয়েছে অলিম্পিয়া অ্যামেচার বডি বিল্ডিং প্রতিযোগিতা। দেশের প্রথম নারী বডিবিল্ডার হিসাবে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মাকসুদা।
বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে নারীদের শারীরিক সুস্থতার প্রতীক হয়ে উঠেছেন মাকসুদা। এবার অলিম্পিয়াতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। আমরা তার সাফল্য কামনা করি।
কানাডায় পাবলিক হেলথে মাস্টার্স করা মাকসুদা শরীর গঠনে অনেক আগেই মনোনিবেশ করেন। যমুনা ফিউচার ফিটনেসের ট্রেইনার হিসাবে কাজ করছেন। এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে অবস্থিত ফিউচার ফিটনেস জিমে ট্রেনিং করেন তারকা অভিনেতা, অভিনেত্রী, ক্রিকেটারসহ বিশিষ্টজনেরা। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও ট্রেনিং করান মাকসুদা।