English

21 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

বৃটিশ অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন বাংলাদেশি শাওন চৌধুরী

- Advertisements -

বৃটেনের আর্থ-সামাজিক উন্নয়ন ও মেইনস্ট্রিমে বৃটিশ বাংলাদেশিদের জয়যাত্রা নতুন কিছু নয়। ‌ এবার এ যাত্রায় যোগ হয়েছেন নর্থ ইষ্ট ইংল্যান্ডে বসবাসকারী বৃটিশ-বাংলাদেশি শাওন চৌধুরী। ‌ সম্প্রতি তিনি  ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত ‘বৃটিশ অ্যামেচার ফ্রি স্টাইল বক্সিং চ্যাম্পিয়নশীপে’ প্রতিদ্বন্দ্বী দুইবারের বৃটিশ চ্যাম্পিয়নকে হারিয়ে বৃটিশ অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ‌

বৃটিশ অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন শাওন চৌধুরীর আদি বাড়ি সিলেটের কুবাজপুর গ্রামে। শাহাব চৌধুরী ও সৈয়দা শাহনাজ হোসনে জাহান সাইদা চৌধুরীর পুত্র শাওন চৌধুরী লেখাপড়ার পাশাপাশি বক্সিংকে  নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন । এক প্রতিক্রিয়ায়  তিনি বৃটেনের জাতীয় দল “টিম জিবি”-তে অংশ নিয়ে বৃটিশ পতাকা উচুতে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ‌ তাকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য তিনি মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।‌

পাশাপাশি নিজের ট্রেইনার, স্পন্সর, কোচ, ম্যানেজার, বন্ধুবান্ধব, ভাই বোন এবং পরিবারের সকলের সহযোগিতার কথা  কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।‌ সিলেটের সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবী, ব্যবসায়ী মরহুম সৈয়দ জাহাদার মিয়ার চতুর্থ মেয়ে সাইদা চৌধুরীর ছেলে শাওন চৌধুরী সকলের দোয়া কামনা করেছেন। ‌

উল্লেখ্য, বৃটিশ অ্যামেচার ফ্রি স্টাইল বক্সিং চ্যাম্পিয়ন শাওন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আবদুল মোমেন ও দ্য লন্ডন টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক, লেখক সাংবাদিক সৈয়দ শাহ সেলিম আহমেদের ভাগিনা ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন