English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

বাংলাদেশের হয়ে খেলার আগে বাংলা শিখছেন হামজা

- Advertisements -

বাংলাদেশের হয়ে হামজা চৌধুরির খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছেন লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার নিজেও।

আনুষ্ঠানিকভাবে এই জার্সি গায়ে জড়ানোর আগে বাংলা ভাষাও শিখছেন তিনি।

দেশের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে নিজের পরিকল্পনার কোথাও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘আগে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হোক, এরপর আমাকে কী করতে হবে তা নিয়ে ভাববো। এখন আমি তাদের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি। ‘

বাংলাদেশের জার্সিতে খেলার অভিষেকের অপেক্ষা নিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলি, তা দেশটির মানুষ চান। তারা আমাকে ভালোবাসেন, আমিও বাংলাদেশকে ভালোবাসি। যে কারণে আমি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমার মা-বাবাও এটাই চান। আমি বাংলাদেশের হয়ে খেললে তারা খুশি হবেন। ‘

এমনিতেই সিলেটি ভাষা মোটামুটি পারেন হামজা। বাংলাদেশের হয়ে খেলার আগে এবার প্রমিত বাংলা ভাষা রপ্ত করছেন হামজা। এ নিয়ে তিনি বলেন, ‘বাংলা ভাষা একটু একটু পারি। বাবা আমাকে শিখিয়েছেন। এছাড়া গুগলের সহায়তা নিচ্ছি। এভাবে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছা পোষণ করেছেন। সেই সূত্র ধরেই বাফুফের সঙ্গে আলোচনার শুরু এবং পরে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়। গত জুলাইয়ে তার পাসপোর্টের কাজও শেষ হয়। এখন তিনি লেস্টার সিটির হয়ে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন