ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল বৃহস্পতিবারের সিডনি। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলান তিনি।
এর আগে প্রথম নারী আম্পায়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটেও দেখা গিয়েছিল ৩২ বছর বয়সি পোলোসাককে। নামিবিয়া বনাম ওমান পুরুষদের ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ টি–২০ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
মাত্র ১৫ বছর বয়স থেকেই আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। বাবা প্রতিদিন গাড়ি করে আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দিতেন। অনেকবার পরীক্ষা দেওয়ার পর তবেই পাশ করতে পেরেছি।’
নজির গড়ার দিন প্রথম থেকেই নজরে ছিলেন পোলোসাক। এদিন শুরুতেই ডেভিড ওয়ার্নারকে সতর্ক করেন তিনি। কেউ মাঠে ঢোকার আগেই প্রবেশ করেছিলেন ওয়ার্নার। সেজন্য তাকে বারণও করেন পোলোসাক। প্রথম দিনটি তাকে নিয়েই চর্চা সোশ্যাল মিডিয়ায়। ইতিহাস গড়ার জন্য নেটিজেনরা পোলোসাককে শুভেচ্ছা জানিয়েছেন।