সময়ে-অসময়ে হোয়াটসঅ্যাপে স্প্যাম কল বা রোবটিক স্ক্যামারদের অবাঞ্ছিত কলে ভীষণ বিরক্ত ও আতঙ্ক তৈরি হয়। তাহলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। প্রথমেই হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে। তার পর সেখানে প্রাইভেসি অপশনে বেছে নিতে হবে।
নিজের প্রোফাইলের ছবি অচেনা কাউকে না দেখাতে এভরিওয়ান অপশনটি সরিয়ে শুধু ‘মাই কন্টাক্টস’ অপশন বেছে নিলেই পরিত্রাণ মিলবে অচেনা কলের। আবার লাস্ট সিন বা অনলাইন শো অপশনে নিয়ন্ত্রণ আনা উচিত। সবার সঙ্গে অনলাইন স্ট্যাটাস শেয়ার করা অনুচিত। শুধু পরিচিতজনের সঙ্গে নিজের স্ট্যাটাস শেয়ার করা শ্রেয়।
সব সময়ই সন্দেহজনক ও বড় গ্রুপে যুক্ত হওয়া থেকে বিরত থাকা উচিত। কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়ার আগে নিশ্চিত করবেন যে সেই গ্রুপ বিশ্বস্ত কিনা। পাবলিক প্ল্যাটফর্ম বা অনলাইনে নিজের ফোন নম্বর দিয়ে রাখা অনুচিত। অচেনা ফোন নম্বর থেকে আসা মেসেজের উত্তর দেওয়া থেকে বিরত থাকবেন।
বিশেষ করে যদি সেই মেসেজে ব্যক্তিগত তথ্য বা অর্থের জন্য সংবেদনশীল তথ্য জানতে চাওয়া হয়। সন্দেহজনক নম্বর দ্রুত রিপোর্ট করে তা অনতিবিলম্বে ব্লক করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।