সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে ভিয়েতনাম। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া’ তথ্য প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা সরিয়ে ফেলতে হবে। দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী নগুয়েন মান হুং শুক্রবার এ তথ্য জানিয়েছেন। এর আগে ভুয়া তথ্য সরিয়ে নেওয়ার সময়সীমা ছিল ৪৮ ঘণ্টা। খবর রয়টার্সের।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আগে থেকেই কঠোর অবস্থানে ভিয়েতনাম। এ নিয়ে তাদের একাধিক আইন রয়েছে। ‘রাষ্ট্রবিরোধী তথ্য’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার বিষয়ে কড়াকড়ি আছে ভিয়েতনামে।
ভিয়েতনামে ভুল তথ্য পোস্ট ও ছড়িয়ে দিলে জরিমানার ব্যবস্থা রয়েছে। তবে তা অন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর তুলনায় এক দশমাংশ বলে মন্তব্য করেছেন মন্ত্রী। তিনি আরও জানান, ‘মন্ত্রণালয় সরকারের কাছে নির্ধারিত জরিমানা বৃদ্ধির প্রস্তাবও করবে’।
২০১৮ সালেই ভিয়েতনামে সাইবার নিরাপত্তা আইন কার্যকর করা হয়। গত বছরের জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণ সংবলিত নির্দেশিকা জারি হয়।