মেকানিক্যাল কিবোর্ডের দামের কথা সচেতন সবারই জানা। গেমারদের কাছে তাদের মেকানিক্যাল কিবোর্ডের যত্ন সবার আগে। কিন্তু এই কিবোর্ডের যত্ন নেওয়ার বিষয়টিও চাট্টিখানি কথা নয়। নিজের কিবোর্ডের যত্ন নিতে হলে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। কিভাবে করবেন? চলুন জেনে নেই:
প্রথমে ক্যাবল খুলে নিন
ম্যাকানিকেল কিবোর্ড পরিষ্কারের আগে অবশ্যই কিবোর্ডটি পিসি থেকে আনপ্লাগ করে নিতে হবে। যদি এমনটি না করা যায় তাহলেই ক্ষতি। কারণ অনেক সময় কিবোর্ড পরিষ্কারের সময় ভুলভাল চাপ লাগতেই পারে। পিসি বন্ধ থাকলেও ক্যাবল খুলে নেওয়াই ভালো।
কিবোর্ড পরিষ্কারের জন্য ব্রাশ কিনে নিন। ব্রাশ দিয়ে কিবোর্ডের কোনায় জমে থাকা ধুলো পরিষ্কার করুন। ধুলো পরিষ্কার করার সময় কিবোর্ডে যেন জোরে চাপ না পড়ে তাই ব্রাশ ব্যবহার করতে হবে। অনেকে কাপড় ব্যবহার করেন। কাপড় ব্যবহারের সময় কোনো কি-এর মধ্যে বাড়তি চাপ পড়লে কি নষ্ট হতে পারে।
মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিন
কিবোর্ডটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে আলতো করে মুছে নিতে পারেন। এভাবে কোনো দাগ থাকলে দূর হবে। কাপড়টি চাইলে পানিতে ভিজিয়ে নিতে পারেন। তবে বেশি ভেজা যেন না থাকে এ বিষয়ে খেয়াল রাখুন।
ডিপ ক্লিন করতে হলে
ম্যাকানিকেল কিবোর্ড ডিপ ক্লিন করতে হলে কি-ক্যাপসগুলো খুলে নিন। খোলার পর পানিতে ভিজিয়ে পরিষ্কার করুন। কি-ক্যাপ খোলার পর ফাঁকা অংশে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন। এভাবে সময় বেশি লাগলেও আপনার কিবোর্ড পরিষ্কার হবে।