পৃথিবী কবে ধ্বংস হতে পারে তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। তবে এই বিষয়ে বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী আইজ্যাক নিউটন নাকি গণনা করে দিনক্ষণ বের করে ফেলেছিলেন। একটি চিঠিতে সেই কথা লিখে জানিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই চিঠি আবার প্রকাশ্যে এসেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাধ্যাকর্ষণের আবিষ্কারক আইজ্যাক নিউটন তার লেখা চিঠিতে জানিয়ে গিয়েছিলেন পৃথিবীর আয়ু কবে ফুরিয়ে যেতে পারে।
১৭০৪ সালে লেখা চিঠিতে নিউটন লিখেছিলেন, ২০৬০ সালে অর্থাৎ আজ থেকে মাত্র ৩৫ বছর পর পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এক গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে। তবে পরিস্থিতির নিরিখে সেই তারিখে হেরফেরও হতে পারে।
নিউটন জানিয়েছিলেন, এর আগেও পৃথিবীর ধ্বংসের সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের দাবি, ওয়াইআর৪ ২০২৪ গ্রহাণু, যা ‘সিটি কিলার’ নামে অধিক পরিচিত, তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটে, সে ক্ষেত্রে পৃথিবীর আয়ু আরও তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে।
জ্যোর্তিবিদদের অধিকাংশের দাবি, ‘সিটি কিলার’-এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা ১ থেকে ২ শতাংশ। ফলে তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।
আজ থেকে মাত্র সাত বছরের মাথায়, অর্থাৎ ২০৩২ সালে ‘সিটি কিলার’-এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটতে পারে। শুধু পৃথিবী নয়, এই সংঘর্ষের ফলে পুড়তে পারে পৃথিবীর উপগ্রহ চাঁদও।
আইজ্যাকের লেখা চিঠিটি বর্তমানে জেরুসালেমের হিব্রু ইউনিভার্সিটির সংগ্রহশালায় সুরক্ষিত রয়েছে। কিন্তু পৃথিবী কবে ধ্বংস হতে পারে তা কী ভাবে নির্ধারণ করেছিলেন তিনি?
নিউটন জানিয়েছিলেন, বাইবেলের ‘বুক অফ ড্যানিয়েল’-এ উল্লেখ করা তারিখ এবং সময় গণনা করে তিনি নির্দিষ্ট বছরটি নির্ধারণ করতে সফল হয়েছিলেন।
নিউটনের মতে, রোমান সাম্রাজ্য পতনের ১২৬০ বছর পর পৃথিবী ধ্বংসের লীলাখেলায় মেতে উঠতে পারে। নিউটন যে সময়ে এই গণনা করেছিলেন, সেই সময়ে দাঁড়িয়ে এই সময়কে অনেক মনে হয়েছিল। তিনি ভেবেছিলেন যে, কয়েক বছরের মধ্যেই এ সব নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে।