ট্রু ওয়্যারলেস গ্যাজেটের মধ্যে ইয়ারবাড সবচেয়ে জনপ্রিয়। বিভিন্ন ব্র্যান্ডের ইয়ারবাড আছে বাজারে। ফোন দূরে রেখেও ইয়ারবাডে গান শুনতে পারবেন। এছাড়া এখনকার ইয়ারবাডগুলোতে দেওয়া হয়েছে টাচ কন্ট্রোল। ইয়ারবাডে টাচ করেই ফোনের কল রিসিভ করতে পারবেন।
তবে দীর্ঘদিন ইয়ারবাড ব্যবহার করতে হলে নিয়মিত যত্ন নেওয়া জরুরি। নিয়মিত ব্যবহার এবং সঠিক যত্নের অভাবে এতে ধুলা, ময়লা এবং ইয়ারওয়াক্স জমে যেতে পারে, যা ডিভাইসের কার্যকারিতা কমাতে পারে। তাই নিয়মিত এবং সঠিকভাবে ইয়ারবাড পরিষ্কার করা গুরুত্বপূর্ণ।
সপ্তাহে অন্তত একবার ইয়ারবাড পরিষ্কার করুন। সিলিকন টিপ বা প্যাড মাসে একবার ভালোভাবে ধুয়ে নিন। ইয়ারবাড পরিষ্কারের সহজ উপায় জেনে নিন-
যা যা প্রয়োজন হবে:
>> নরম শুকনো কাপড় বা মাইক্রোফাইবার কাপড়
>> ইসোপ্রোপাইল অ্যালকোহল (৯০ শতাংশ বা এর বেশি বিশুদ্ধতা)
>> কটন বাড
>> টুথপিক বা নরম ব্রাশ
>> চাপমুক্ত বাতাসের স্প্রে (যদি প্রয়োজন হয়)
যেভাবে পরিষ্কার করবেন-
নিরাপত্তা নিশ্চিত করুন
ইয়ারবাড পরিষ্কার করার আগে এটি পুরোপুরি বন্ধ করুন বা চার্জিং থেকে বিচ্ছিন্ন করুন। ওয়্যারলেস ইয়ারবাড হলে কেসটি চার্জিং থেকে সরিয়ে ফেলুন।
বাইরের অংশ পরিষ্কার করুন
একটি নরম, শুকনো কাপড় দিয়ে ইয়ারবাডের বাইরের অংশ মুছুন। যদি তেল বা ময়লা জমে থাকে, তবে নরম কাপড়ে অল্প ইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে আলতো করে মুছুন।
স্পিকার গ্রিল পরিষ্কার করুন
টুথপিক বা একটি সূক্ষ্ম নরম ব্রাশ ব্যবহার করে স্পিকার গ্রিল থেকে জমে থাকা ময়লা আলতো করে পরিষ্কার করুন। ময়লা যাতে ভিতরে না ঢুকে যায়, সেদিকে খেয়াল রাখুন। যদি আরও গভীর পরিষ্কারের প্রয়োজন হয়, তবে কটন সোয়াবে সামান্য ইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে গ্রিলের চারপাশ পরিষ্কার করুন।
কানের প্যাড পরিষ্কার করুন
সিলিকন বা রাবার প্যাড থাকলে এগুলো খুলে নিন। হালকা গরম পানিতে সাবান মিশিয়ে এই প্যাডগুলো ধুয়ে নিন এবং পুরোপুরি শুকিয়ে পুনরায় বসান।
চার্জিং পোর্ট এবং কেস পরিষ্কার করুন
চার্জিং পোর্টে জমে থাকা ধুলা পরিষ্কার করতে চাপমুক্ত বাতাসের স্প্রে ব্যবহার করুন। কেসের ভেতরের অংশ মাইক্রোফাইবার কাপড় এবং কটন সোয়াব দিয়ে পরিষ্কার করুন।