সাবমেরিন ক্যাবলের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কাজের জন্য দেশে মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। দেশর প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই ৪ (দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪) এর কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩১ অক্টোবর রাত ২টা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ২ নভেম্বর রাত ২টা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
রোববার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি কাজ চালিয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মান উন্নয়নের কাজ সম্পন্ন হওয়ার পর প্রথম সাবমেরিন ক্যাবলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।