হঠাৎ করেই সমস্যা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে। আজ শুক্রবার বিকাল ৫টা থেকে দেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না। যদিও এই সমস্যার কোনো কারণ এখনও জানা যায়নি।
এতে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।